নিজস্ব প্রতিবেদক ঃ ইন্ডাস্ট্রি ও একাডেমিয়ার কোলাবোরেশান সারা পৃথিবীতে অসংখ্য ইনোভেশন ও গ্রোথ কে প্রমোট করছে। বাংলাদেশে ব্যবসায়িক ও প্রযুক্তিগত উন্নয়নে একাডেমিয়া ও ইন্ডাস্ট্রির হাতে হাত ধরে চলা অত্যন্ত জরুরি।
বুয়েট বাংলাদেশের সেরা বিদ্যাপিঠগুলোর একটি এবং এদেশের ফাইনেস্ট ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন। দীর্ঘ ৪৪ বছর ধরে হোম ইমপ্রুভমেন্ট এর অংশ হিসেবে রাজা মেটাল ইন্ডাস্ট্রিজ ফসেট তৈরি করে যাচ্ছে।
বুয়েট এর একদল ব্রিলিয়ান্ট স্টুডেন্টস ও টিচার্স কর্তৃক রাজা মেটাল ইন্ডাস্ট্রিজ এর ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট ভিজিট নজেল শেয়ারিং এর জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। রাজা মেটাল ইন্ডাস্ট্রিজ এদেশের মেধাবী তরুণদের সাথে কাজ করে হোম ইমপ্রুভমেন্ট তথা দেশের সার্বিক উন্নয়নে অবদান রাখতে সর্বদা বদ্ধপরিকর।
