নিজস্ব প্রতিবেদক ঃ সাগরে বৈরী আবহাওয়ার কারণে নিখোঁজ ৪৫৭ জন জেলে। আবহাওয়ার কারণে গত ২দিনে সাগরে ৩১টি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এর মধ্যে ৬টি ট্রলারের ১০৭ জন জেলের মধ্যে মাত্র ৭৫ জন উদ্ধার হয়েছে। ধারণা করা হচ্ছে, নিখোঁজ ট্রলারগুলো সমুদ্রে ডুবে যেতে পারে।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই কোস্টগার্ডের পক্ষ থেকে পাথরঘাটা, হাতিয়া, চরফ্যাশন, নিজামপুর, পায়রা বন্দরসহ মোট ছয়টি টিম গভীর সমুদ্রে জেলেদের উদ্ধার অভিযানে রয়েছে। তবে এখন পর্যন্ত মোট ১৮২ জন নিখোঁজ জেলের সংখ্যা কোস্টগার্ডের হাতে এসেছে। ধারণা করা হচ্ছে নিখোঁজ জেলের একাংশ অন্য জেলে নৌকার মাধ্যমে বিভিন্ন উপকূলে ফেরত এসেছে।
এছাড়া বাংলাদেশ ভারত সমুদ্র সীমা থেকে ১২ নটিক্যাল মাইল ভারতের অভ্যন্তরে ১০ জন জেলেকে ভারতীয় কোস্টগার্ড উদ্ধার করেছে। তাদেরও যথাযথ নিয়ম মেনে দেশে ফেরত আনার কার্যক্রম চলছে। তবে এই দলে মোট ১২ জন জেলে ছিল বলে জানা গিয়েছে, বাকি ২ জনকে খুঁজে বের করতে ভারতীয় কোস্টগার্ড চেষ্টা করছে।
