নিজস্ব প্রতিবেদক ঃ মোবাইল সেট নির্ধারিত মূল্য অপেক্ষা অধিক মূল্যে বিক্রি করার অপরাধে লিখিত অভিযোগের প্রেক্ষিতে ১০ হাজার টাকা এবং অতিরিক্ত ৩ হাজার টাকা অভিযুক্ত অভিযোগকারীকে প্রদান করার আদেশ প্রদান করা হয় এবং জরিমানার ২৫% হিসেবে তাতক্ষনিক ২হাজার ৫শ’ টাকা প্রদান করা হয়েছে।
রোববার (২১ আগষ্ট) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গোপালগঞ্জ জেলা কার্যালয় লিখিত অভিযোগ নিষ্পত্তি করা হয়।মুস্তাকীম গাজী নামে একজন ভোক্তা কেরামত প্লাজায় অবস্থিত মেহেদী টেলিকম এর বিরুদ্ধে একটি মোবাইল সেট ক্রয় করে। যার মোড়কে নির্ধারিত মূল্য ১২ হাজার ৯৯৯ টাকা থাকলেও বিক্রেতা ১৫ হাজার ৯৯৯ টাকায় বিক্রি করে। প্রতারিত হয়ে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, গোপালগঞ্জ এ অভিযোগ করেন।
শুনানি শেষে অভিযোগটি প্রমানিত হওয়ায় মেহেদি টেলিকমকে ১০হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। আরোপিত জরিমানার ২৫% হিসেবে ২হাজার ৫শ’ টাকা অভিযোগকারীকে প্রদান করা হয়।
