গোপালগঞ্জের মেসার্স পার্থ রাইস মিলে ইরি ২৮ ধানের চাল হয়ে যায় সুপার মিনিকেট, ক্রেতার সাথে প্রতারণার দায়ে ৫০,০০০ টাকা জরিমানা

Uncategorized আইন ও আদালত

নিজস্ব প্রতিনিধি ঃ বৃহস্পতিবার ২৫ আগস্ট
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, গোপালগঞ্জ এর সহকারী পরিচালক শামীম হাসান এর নেতৃত্ব গোপালগঞ্জ সদরে হরিদাসপুর রাইচ মিলে অভিযান পরিচালিত হয়।
এ সময় মেসার্স পার্থ রাইচ মিল এ অভিযান চালিয়ে দেখা যায়, ইরি ২৮ চাউল কে সুপার মিনিকেট এর মোড়কে মিথ্যা বিজ্ঞাপন দ্বারা অধিক মূল্যে বিক্রি করার জন্য প্রায় ২০০ বস্তা খালি হাতে নাতে ধরা পড়ে। পরে বিক্রি করার জন্য মজুদকৃত প্রায় ১০০ বস্তা পাওয়া যায় যা সুপার মিনিকেট এর মোড়কে অধিক মূল্যে বিক্রি ও ক্রেতাদের সাথে প্রতারণা করে আসছে।

এর কোনো মূল্য তালিকা নেই , কোনো অনুমোদন এর কাগজ পত্র নেই যা ভোক্তা অধিকার বিরোধী কার্যক্রম এবং অপরাধ।
এই অপরাধের জন্য প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ৫০,০০০ (পঞ্চাশ হাজার টাকা) জরিমানা আরোপ ও আদায় করা হয়। ভবিষ্যতে এরকম কাজ করলে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ থানার পুলিশের সদস্যবৃন্দ এবং ক্যাব গোপালগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মোঃ মোজাহারু ল হক বাবলু। জনস্বার্থে এধরনপর তদারকি অব্যাহত থাকবে এটি একটা চলমান প্রক্রিয়া ।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *