দৈনিক ফুলতলা প্রতিদিন পত্রিকার লোগো উন্মোচন ও শুভ উদ্বোধন উপলক্ষে বিএমএসএস’র মিলন মেলা

Uncategorized অন্যান্য

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
দৈনিক ফুলতলা প্রতিদিন পত্রিকার শুভ উদ্বোধন উপলক্ষে বিএমএসএস’র মিলন মেলায় পরিনত। আজ (২৭ আগষ্ট) শনিবার দুপুর ৩টা ৩০ মিনিটের সময় খুলনার ফুলতলার দামোদার সালাউদ্দিন ভিলা’র ২য় তলায় দৈনিক ফুলতলা প্রতিদিন পত্রিকার শুভ উদ্বোধন করেন,মিসেস সালাউদ্দিন বিউটি,সম্পাদক সুমন সরদারের রত্নগর্ভা মাতা। দৈনিক ফুলতলা প্রতিদিন পত্রিকার শুভ উদ্বোধন উপলক্ষে,প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,আলহাজ্ব শেখ আকরাম হোসেন,চেয়ারম্যান ফুলতলা উপজেলা পরিষদ,প্রধান আলোচক,খন্দকার আসিফুর রহমান,প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বিএমএসএস,উদ্বোধক নজরুল ইসলাম মল্লিক ভাইচ চেয়ারম্যান বিএমএসএস,স্বাগত বক্তব্য রাখেন,আলহাজ্ব শেখ আবেদ আলী সভাপতি খুলনা বিভাগীয় কমিটি বিএমএসএস,সভাপত্তিত্ব করেন,মো:সুমন সরদার মহাসচিব বিএমএসএস ও সম্পাদক-প্রকাশক দৈনিক ফুলতলা প্রতিদিন। সন্মানিত বিষেশ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,তাপস কুমার পাল,অতিরিক্ত পুলিশ সুপার খুলনা,আলমগীর সরকার,চেয়ারম্যান সরকার গ্রুপ,শরীফ মো:ভূইয়া শিপলু,চেয়ারম্যান ২নং দামোদার ইউনিয়ান পরিষদ,ডাঃ এ টি এম মঞ্জুর মোর্শেদ সাবেক পরিচালক খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল,সাদিয়া আফরিন,উপজেলা নির্বাহী কর্মকর্তা ফুলতলা খুলনা,মো:ইলিয়াস তালুকদার অফিসার ইনচার্জ ফুলতলা থানা খুলনা,মোহাম্মাদ জহির উদ্দিন ভূইয়া রাজিব পরিচালক আইয়ান জুট মিলস্ লিমিটেড। এসময় দৈনিক ফুলতলা প্রতিদিন পত্রিকার লোগো উন্মোচন করেন,মিসেস সালাউদ্দিন বিউটি। এসময় খুলনা বিভাগের ১০টি জেলার অন্তত ৪শত পেশাদার সাংবাদিকদের নিয়ে দৈনিক ফুলতলা প্রতিদিন পত্রিকার লোগো উন্মোচন করা হয়। দৈনিক ফুলতলা প্রতিদিন পত্রিকার লোগো উন্মোচন অনুষ্ঠানে বক্তা’রা,অপসাংবাদিকতা ও গুজব থেকে বিরত থাকতে সকল সাংবাদিকদের অনুরোধ করেন এবং সত্য সবার সামনে তুলে ধরতে যত বড়ই ঝড় আসুক না কেন,সত্য সবার সামনে তুলে ধরতে হবে। সত্য একটু তিতা হয়ে থাকে তার পরে কিন্তু মিষ্টির সাদ পাওয়া যায়। সাংবাদিকগণ’রা একটি দেশ তথা সমাজকে আলোকিত করতে পারে এবং দেশ তথা সমাজকে ধংশ করতেও পারে,তাই আমরা আজ এই সাংবাদিকদের মিলন মেলা থেকে শপথ নিয়ে সত্যের জন্য যুদ্ধ করে দেশ ও দঁশের মঙ্গল কামনায় সকল সাংবাদিকদের ঐক্যবধ্য থাকতে আহব্বান জানান।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *