নিজস্ব প্রতিনিধি ঃ সোমবার ২৯ আগস্ট সকাল সাড়ে ১১টায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক টংগিবাড়ি উপজেলায় টংগিবাড়ি বাজারে অভিযান কার্যক্রম পরিচালিত হয়।
দুইটি সারের দোকানে মনিটরিং কালে দেখা যায় যে, মূল্য তালিকা প্রদর্শন করা হচ্ছে না এবং সরকার নির্ধারিত মূল্য অপেক্ষা অধিক মূল্যে সার বিক্রি করা হচ্ছে। ইউরিয়া সারের বিক্রয় মূল্য প্রতি কেজি ২২ টাকা হলেও কৃষকদের কাছ থেকে প্রতি কেজিতে ৬ থেকে ৮ টাকা বেশি নিচ্ছিল দোকান দুইটি।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মেসার্স মোল্লা এন্টারপ্রাইজ কে ৩০০০ টাকা এবং রাজিব এন্ড ব্রাদার্স কে ১০,০০০ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
ব্যাটালিয়ন আনসার মুন্সীগঞ্জের একটি টিম ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আনোয়ারুল ইসলাম অভিযানে সহযোগিতা করেন।
