দুই যুগেও রানার সম্পাদক সাইফুল আলম মুকুল হত্যার বিচার হয়নি

Uncategorized অপরাধ

সুমন হোসেন, (যশোর) ঃ
যশোরের বহুল আলোচিত দৈনিক রানার সম্পাদক আর এম সাইফুল আলম মুকুল হত্যার দুই যুগ পার হলেও কোনো বিচার পায়নি পরিবার।

এর মধ্যে উচ্চ আদালতে রিটের কারণে একযুগ ধরেই মামলার বিচার কাজ স্থাবির হয়ে পড়ে আছে। আর উচ্চ আদালতে রিটের নিষ্পত্তি না হলে নিম্ন আদালতে বিচার কাজ শুরু হবে না বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবি পাবলিক প্রসিকিউটর এম ইদ্রিস আলী। এ অবস্থার মধ্য দিয়ে আজ ৩০ আগষ্ট বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে প্রয়াত সাংবাদিক আর এম সাইফুল আলম মুকুলের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে।

এ উপলক্ষে যশোর প্রেস ক্লাব, যশোর সালবাদিক ইউনিয়ন ও সাংবাদিক ইউনিয়ন যশোর বিভিন্ন কর্মসূচী গ্রহন করেছে। কর্মসূচীর মধ্য রয়েছে শোক রালী, শহীদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল।

মামলা সূত্রে জানা গেছে, ১৯৯৮ সালের ৩০ আগষ্ট রাতে ঐ সময়ে যশোর থেকে প্রকাশিত দৈনিক রানার সম্পাদক আর এম সাইফুল আলম মুকুল যশোর শহর থেকে বেজপাড়া নিজ বাসভবনে যাওয়ার পথে চার খাম্বার মোড় এলাকায় দুবৃত্তদের বোমা হামলায় নিহত হন। পরদিন নিহতের স্ত্রী হাফিজা আক্তার শিরিন বাদি হয়ে কোতয়ালী মডেল থানায় মামলা করেন।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *