যশোরে সাবেক মন্ত্রীর বাসভবনে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

Uncategorized অন্যান্য

যশোর প্রতিনিধি ঃ যশোরে বিএনপি’র সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের বাসভবনে দুবৃর্ত্তদের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।
সূত্র জানায়, গত রোববার বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী মরহুম জননেতা তরিকুল ইসলাম এর বাসভবন ও বিএনপি’র খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত এর ব্যাক্তিগত গাড়ী ও যশোর জেলা বিএনপি’র কার্যালয়ও এই হামলায় ক্ষতিগ্রস্থ হয়েছে। ক্ষতিগ্রস্থ স্থাপনা পরিদর্শন করছেন বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় ও ইকবাল হাসান মাহমুদ টুকু সহ বিএনপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সোমবার দুপুরে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্থ স্থাপনা পরিদর্শন শেষে জেলা বিএনপি’র কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলন করেন।
এ সময় ঢাকা থেকে আগত কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ সহ বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, বর্তমান সরকারদলীয় দৃবৃত্তদের দ্বারা সাবেক মন্ত্রীর বাসভবনে হামলা ও বিএনপি’র খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত এর প্রাননাশের চেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *