শরীয়তপুর জেলা সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপার এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

Uncategorized আইন ও আদালত

নিজস্ব প্রতিনিধি ঃ শনিবার ৩ সেপ্টেম্বর বিকাল ৫ টায় শরীয়তপুর জেলার শ্রীশ্রী শ্যামসুন্দর জীউ মন্দির ( জেলা কেন্দ্রীয় মন্দির) প্রাঙ্গনে, শরীয়তপুর জেলা সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে মোঃ সাইফুল হক, পুলিশ সুপার, শরীয়তপুর মহোদয় এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের পক্ষ থেকে পুলিশ সুপার’কে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।
এসময় পুলিশ সুপার বলেন দুর্গাপূজাকে সামনে রেখে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা করা হবে, কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাকে আইনের কাছে সোপর্দ করা হবে। প্রতিটা পূজা মন্ডপে স্বেচ্ছাসেবক কমিটি গঠন করার নির্দেশ দেন এবং সিসি ক্যামেরার স্থাপনের ও পরামর্শ দেন পুলিশ সুপার।
পরিশেষে পুলিশ সুপার বলেন “দুর্বল মানুষের পাশে আমি সব সময় আছি এবং থাকব, আমার দরজার সব সময় আপনাদের জন্য খোলা”

এসময় উপস্থিত ছিলেন এডভোকেট অনিক ঘটক চৌধুরী, সভাপতি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, শরীয়তপুর জেলা, তপন মোদক, সাধারণ সম্পাদক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ,শরীয়তপুর জেলা, সাংবাদিক সত্যজিৎ ঘোষ,যুগ্ম-সাধারণ সম্পাদক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ,শরীয়তপুর জেলা, সুশীল চন্দ্র দেবনাথ, সভাপতি, পূজা উদযাপন পরিষদ, শরীয়তপুর, এডভোকেট রাধা রানী বিশ্বাস, নির্বাহী সভাপতি, পূজা উদযাপন পরিষদ, শরীয়তপুর সহ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অন্যান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *