ভোক্তা অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যাল‌য় কর্তৃক তদার‌কি অ‌ভিযান পরিচালনা

Uncategorized অন্যান্য

নিজস্ব প্রতিনিধি ঃ রবিবার ৪ সেপ্টেম্বর, জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তরের মহাপ‌রিচালক এর নি‌র্দেশনা মোতা‌বেক চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যাল‌য়ের উ‌দ্যো‌গে বি‌শেষ তদার‌কি অ‌ভিযান প‌রিচালনা করা হয়। এ সময় চট্টগ্রাম মহানগরের গোলপাহাড় এলাকায় অবস্থিত মেট্রো ডায়াগনস্টিক সেন্টারকে সেবার মূল্য তালিকা প্রদর্শন না করা ও প্যাথলজিতে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহার করায় ১,০০,০০০ টাকা, ল্যান্ডষ্টেইনার ব্লাড ব্যাংককে ব্লাড সংগ্রহ ও মেয়াদোত্তীর্ণ তারিখ সঠিকভাবে উল্লেখ না থাকায় ২০,০০০ টাকা এবং একই এলাকায় অবস্থিত ছুফিয়া হোটেলকে নোংরা খাবার তৈরি ও সংরক্ষণ করায় ১২,০০০ টাকা সহ মোট ১,৩২,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

সকাল সা‌ড়ে ১০টা থে‌কে ২টা পর্যন্ত পরিচালিত অভিযানে উপ-প‌রিচালক মো: ফয়েজ উল্যাহ’র নেতৃ‌ত্বে বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিছুর রহমান ও চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার অভিযান পপরিচালনা করেন।
এ অ‌ভিযা‌নে চট্টগ্রাম মহানগর পুলিশের এক‌টি চৌকস টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন। জনস্বা‌র্থে এ কার্যক্রম অব‌্যাহত থাক‌বে।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *