নড়াইলে গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযানে মহিলাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

Uncategorized আইন ও আদালত

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি),এর পৃথক পৃথক দুইটি মাদক বিরোধী অভিযানে ২০৫ পিস ইয়াবা ও মহিলাসহ ৪জন মাদক ব্যবসায়ীকে আটক করে গোয়েন্দা পুলিশ। গত (৩ সেপ্টেম্বর) শনিবার রাতে গোয়েন্দা পুলিশ ডিবি’র সদস্য’রা পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ইয়াবাসহ আসামিদের আটক করে,নড়াইল সদর থানা ও লোহাগড়া থানায় দুইটি ২টি মামলাম রুজু করা হয়েছে। গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযানে,নড়াগাতি উপজেলার পাটনা গ্রামের জাহাঙ্গীর খানের ছেলে মনির খান,একই গ্রামের রেজাউল খানের ছেলে রফিকুল ইসলাম,সদর উপজেলার বাগডাঙ্গা সারোল গ্রামের রবি মোল্যার মেয়ে সুইটি বেগম ও একই গ্রামের আব্দুর রউফ মোল্যার ছেলে রেজাউল মোল্যাকে ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। ডিবি পুলিশ সূত্রে জানা যায়,শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এস আই মো:সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ জেলার বড়দিয়া মহাজন ঘাটের মো:লিটন এর চায়ের দোকানের পাশে মাদকদ্রব্য ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করলে ১৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো:মনির খান ও মো:রফিকুল ইসলামকে আটক করা হয়। অপরদিকে এসআই মঞ্জুর মোর্শেদ সঙ্গীয় ফোর্সসহ সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের গোপালপুর গ্রাম হতে মাদকদ্রব্য বিক্রয়ের সময় ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সুইটি বেগম ও রেজাউল মোল্যকে আটক করা হয়। নড়াইল জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো:নাজমুল হুদা,সাংবাদিকদে নিশ্চিত করে বলেন,আসামীদের থানা হাজতে প্রেরণ করা হয়েছে,তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে,নড়াইল সদর থানা ও লোহাগড়া থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *