খুলনায় বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক কৌশলগত পরিকল্পনা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

Uncategorized অন্যান্য

মামুন মোল্লা (খুলনা) ঃ সোমবার ৫ সেপ্টেম্বর, বিকাল ৪ টা ৫ মিনিটের সময় কেএমপি’র বয়রাস্থ পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক কৌশলগত পরিকল্পনা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় কেএমপি’র পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা এর সভাপতিত্ব স্পেশাল ব্রাঞ্চ, ঢাকার ডিআইজি (প্রটেকশন এন্ড প্রটোকল) ও বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের সভাপতি আমেনা বেগম, বিপিএম মহোদয় নারী পুলিশ সদস্যদের কৌশলগত লক্ষ্য অর্জনে বাংলাদেশ পুলিশে সর্বোচ্চ অবদান নিশ্চিত, সকল পদ ও ইউনিটে নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি, নারী পুলিশের উন্নয়ন ও অগ্রগতি সমর্থন, নারী পুলিশ সদস্যদের জন্য উপযুক্ত কর্ম পরিবেশ নিশ্চিত করা এবং BPWN এর অবদান সবোর্চ্চ পর্যায়ে উন্নীত করা, জেন্ডার সংবেদনশীল পুলিশ পরিষেবা প্রদান এবং কমিউনিটিতে নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত সংক্রান্তে মতবিনিময় করেন।

এ-সময় আরো উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন, বিপিএম-বার, কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম, বিপিএম; পিটিসি, খুলনার অতিরিক্ত ডিআইজি (ডেপুটি কমান্ড্যান্ট) হাবিবুর রহমান খাঁন, কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মোঃ সাজিদ হোসেন, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (কমান্ড্যান্ট), আরআরএফ নওরোজ হাসান তাদুকদার, কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল) মোছাঃ তাসলিমা খাতুন, ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ আনোয়ার হোসেন; বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম, পিপিএম-সেবা, খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, বিপিএম-সেবা, ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) মনিরা সুলতানা; নৌ পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল রহমান এবং ট্যুরিস্ট পুলিশ খুলনা রিজিওনের পুলিশ সুপার মোঃ ইব্রাহিম খলিল-সহ বিভিন্ন পদমর্যাদার অফিসারবৃন্দ ও উইমেন নেটওয়ার্কের নারী অফিসারবৃন্দ।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *