সামরিক বিশ্লেষক ঃ বাংলাদেশ আর্মি এবং ইউএস আর্মির যৌথ উদ্যোগে ২৬টি দেশের অংশগ্রহণে ঢাকায় শুরু হয়েছে ৪৬তম ইন্দোপ্যাসিফিক আর্মিজ ম্যানেজমেন্ট সেমিনার -২০২২।
ইন্দোপ্যাসিফিক অঞলের সামরিক বাহিনীর সদস্যদের নিয়ে এটিই সবচেয়ে বড় এবং সবচেয়ে বেশী দেশের অংশগ্রহণের সামরিক সম্মেলন।
এর আগেও ২বার অর্থাৎ ১৯৯৩ এবং ২০১৪ সালে এই সম্মেলন বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছিল।এবছর তৃতীয়বারের মত এই সামরিক সম্মেলন বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে।
এই সামরিক সম্মেলনে অংশ নেওয়া ২৬টি দেশের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা উখিয়া রোহিঙ্গা ক্যাম্পও পরিদর্শনে যাবেন।