ডিএনসি কক্সবাজার, গাজীপুর , মৌলভীবাজার, বরিশাল, ময়মনসিংহ ও যশোরে বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার

Uncategorized আইন ও আদালত


!! ডিএনসি’র কক্সবাজার, গাজীপুর , মৌলভীবাজার, বরিশাল, ময়মনসিংহ ও যশোরে ২৩,১৮০ পিস ইয়াবা, ৪৮ কেজি গাঁজা, ৩৩ বোতল ফেনসিডিল, ১৯০ এ্যাম্পুল কুপিজেসিক ইনজেকশন ও নগদ ৪২,২৯০ টাকা উদ্ধার !!


নিজস্ব প্রতিবেদক ঃ অপ্রতিরোধ্য হয়ে পড়েছে মাদক ব্যাবসায়ীদের দৌরাত্ব্য। মাদক ব্যাবসায়ীদের দৌরাত্ম ঠেকাতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা সারা দেশের মাদকের আখড়ায় চালাচ্ছে সাড়াশি অভিযান।
ডিএনসি’র কক্সবাজার, গাজীপুর , মৌলভীবাজার, বরিশাল, ময়মনসিংহ ও যশোরে ২৩,১৮০ পিস ইয়াবা, ৪৮ কেজি গাঁজা, ৩৩ বোতল ফেনসিডিল, ১৯০ এ্যাম্পুল কুপিজেসিক ইনজেকশন ও নগদ ৪২,২৯০ টাকা উদ্ধার করেছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।

জানা গেছে, গত বুধবার ১৪ সেপ্টেম্বর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় কক্সবাজার এর উপ-পরিচালক মো:রুহুল আমিন এর সার্বিক তত্তাবধানে, পরিদর্শক জীবন বড়ুয়ার নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, কক্সবাজার সদর থানাধীন লিংক রোড বনফুল মিষ্টি দোকানের সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করে। উক্ত অভিযান পরিচালনা কালে দুইজন রোহিঙ্গা নাগরিক যথাক্রমে মো: আশিম (২৫) ও মো: ইউনুস (১৯)কে ২০০০০ (বিশ হাজার) পিস ইয়াবা সহ হাতেনাতে গ্রেফতার করে । অপর অভিযানে উখিয়া থানাধীন বটতলী কক্সবাজার টেকনাফ মহাসড়কে রাস্তার উপর অভিযান পরিচালনা করে। উক্ত অভিযান পরিচালনা কালে ১২০০ (এক হাজার ‍দুইশত) পিস ইয়াবাসহ মরিয়ম (৩৫)কে হাতেনাতে গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে পরিদর্শখ জীবন বড়ুয়া ও উপ-পরিদর্শক মো: কামরুজ্জামান বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানা ও উখিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী দুটি পৃথক নিয়মিত মামলা দায়ের করেন বলে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান। গত বুধবার ১৪ সেপ্টেম্বর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়, গাজীপুর এর উপ-পরিচালক মেহেদী হাসান এর সার্বিক তত্তাবধানে, পরিদর্শক সুমনুর রহমান এর নেতৃত্বেএকটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, টঙ্গী পূর্ব থানার মরকুন মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালা করে। উক্ত অভিযান পরিচালনা কালে ২০ (বিশ) কেজি গাঁজাসহ সাব্বির (২১), রুমা (৩৫) ও নাজমুল (২৮)কে হাতেনাতে গ্রেফতার করে।
অপর অভিযানে টঙ্গী পূর্ব বাংলার টিএন্ড টি বাজার এলাকায় অভিযান করে।
উক্ত অভিযান পরিচালনা কালে ২৬ বোতল ফেনসিডিল সহ আব্দুল বাতেন (৩২) কে হাতেনাতে গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে পরিদর্শক মোঃ সুমনুর রহমান ও উপ-পরিদর্শক আদনান আরিফ রিফাত বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী পৃথক পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করেন। গত বুধবার ১৪ সেপ্টেম্বর, মাদকদ্রব‌্য নিয়ন্ত্রণ অধিদপ্ত‌র, জেলা কার্যালয়, মৌলভীবাজার এর উপ-প‌রিচালক মোহাম্মদ হাবীব তৌ‌হিদ ইমাম এর সা‌র্বিক তত্ত্বাবধা‌নে, প‌রিদর্শক জাকির হোসেন এর নেতৃত্বে একটি রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে, শ্রীমঙ্গল থানাধীন আরামবাগ এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযান পরিচালনা কালে পাবেল হোসেন (২৮)কে ২৫ (পঁচিশ) কেজি গাঁজা সহ হাতেনাতে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।
গতকাল বৃহস্পতিবার ১৫ সেপ্টেম্বর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, বরিশাল এর সহকারী পরিচালক মোঃ এনায়েত হোসেন এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, বরিশাল এয়ারপোর্ট থানাধীন নথুল্লাবাদ আলফা স্ট্যান্ডের সামনে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযান পরিচালনা কালে ৩ (তিন) কেজি গাঁজা সহ নুর ইসলাম (২৪) কে হাতেনাতে গ্রেফতার করে। অপর অভিযানে বরিশাল এয়ারপোর্ট থানাধীন নথুল্লাবাদ বাসস্ট্যান্ড এর মেজবান হোটেলের সামনে অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযান পরিচালনা কালে ১,৯৮০ (এক হাজার নয়শত আশি) পিস ইয়াবা ও ২টি মোবাইল সেটসহ সাজ্জাদ হোসেন (৩১) কে হাতেনাতে গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে বরিশাল এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করা হয়। গত (বুধবার) ১৪ই সেপ্টেম্বর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় গোয়েন্দা কার্যালয় ময়মনসিংহ এর সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনি এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, কোতোয়ালি মডেল থানাধীন গন্দ্রপা উত্তরপাড়ায় মোঃ সাগর মিয়া (৩৪) এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযান পরিচালনা কালে ১৯০ (একশত নব্বই ) এ্যাম্পুল কুপিজেসিক নামীয় ইনজেকশন ও মাদক বিক্রিত নগদ অর্থ ৪২,২৯০ টাকা উদ্ধার করে। রেইডিং টিমের উপস্থিতি টের পেয় আসামী পালিয়ে যায়। আসামীর বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় পরিদর্শক খন্দকার নাজিম উদ্দীন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন। গত (বুধবার ) ১৪ সেপ্টেম্বর , মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, যশোর এর উপ-পরিচালক হুমায়ুন কবির খন্দকার এর সার্বিক তত্ত্বাবধানে, উপ-পরিদর্শক শাগিন পারভেজ এর নেতৃত্বে (ক-সার্কেল) একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, যশোরের বেনাপোল পোর্ট থানাধীন দক্ষিণ বারপোতা’র মোঃ শামিম আক্তার লাল্টু এর বসতঘরে অভিযান পরিচারনা করে। উক্ত অভিযান পরিচালনা কালে মোঃ শামিম আক্তার লাল্টু (৩৭)কে ৭ (সাত) বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *