সেনাবাহিনীর প্রচেষ্টায় প্রথমবারের মতো সাজেকে এসএসসি পরীক্ষা কেন্দ্র চালু

Uncategorized জাতীয়



নিজস্ব প্রতিনিধি ঃ সাজেকের দুর্গম শতাধিক গ্রাম থেকে ২২৪ জন শিক্ষার্থী এ কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। নতুন কেন্দ্রে পরীক্ষা দিতে এসে শিক্ষার্থী ও অভিভাবক মহলেও ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে।আগে ৪০ কিলোমিটার দূরে গিয়ে পরীক্ষা দিতে হতো, এতে ছাত্র-ছাত্রীদের মূল্যবান সময় ও অভিভাবকদের আর্থিক অনেক ক্ষতি হতো। সেনাবাহিনীর সহায়তায় বাঘাইহাটে পরীক্ষা কেন্দ্র চালু হওয়ায় এলাকাবাসী ও ছাত্র-ছাত্রীদের অনেক উপকার হয়েছে। একেবারে ঘরের উঠানে পরীক্ষা দেয়ার মত।

উল্লেখ্য, বাঘাইহাট উচ্চ বিদ্যালয়টি তৎকালিন জোন কমান্ডার লে: কর্নেল জাহাঙ্গীর আলম চৌধুরী (পিএসসি) ২৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সার্বিক সহযোগীতায় ১৯৯২ সালে বাঘাইহাট জুনিয়র হাই স্কুল নামে অত্র স্কুলটি প্রতিষ্ঠিত হয়। তারপর ১৯৯৯ সালে তৎকালিন জোন কমান্ডার লে: কর্নেল আবু সোহেল (পিএসসি) ইস্ট বেংগল এর সার্বিক সহযোগীতায় সরকারি এমপিও ভুক্তকরণ হয়।

পরবর্তীতে তৎকালিন জোন কমান্ডার লে: কর্নেল মোঃ মুহসিন আলম (পিএসসি) ১৪ বীর এর সার্বিক সহযোগীতায় ২০১০ সালে জেএসসি পরিক্ষার কেন্দ্র অনুমোদন হয়। বর্তমান জোন কমান্ডার লে: কর্নেল মুনতাসির রহমান চৌধুরী (পিএসসি) ৬ ইস্ট বেংগল এর সার্বিক সহযোগীতায় ২০২২ সালে এসএসসি পরীক্ষার কেন্দ্র (মাধ্যমিক শিক্ষাবোর্ড, চট্টগ্রাম) অনুমোদন হয়।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *