মামুন মোল্লা (খুলনা) ঃ খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৮ বোতল ফেন্সিডিল এবং ৩৫০ গ্রাম গাঁজা সহ ৭ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।
জানা গেছে, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশ মাদক বিরোধী বিশেষ এক অভিযান পরিচালনা করে। উক্ত মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা কালে মাদক ব্যবসায়ী মোঃ রানা বয়াতী (২৫), পিতা-মৃত: মোতাহার বয়াতী, সাং-চিতলিয়া গাঙ্গেরআগা, থানা-নাজিরপুর, জেলা-পিরোজপুর, এ/পি সাং-শের এ বাংলা রোড, থানা-সোনাডাঙ্গা মডেল, মোঃ দেলোয়ার সরকার (২৫), পিতা-মোঃ নিজাম উদ্দিন@স্বপন সরকার, সাং-গল্লামারী ইসলামনগর, থানা-হরিণটানা, মোঃ মামুন শেখ (৩০), পিতা-মোঃ রফিক শেখ, সাং-গল্লামারী ইসলামনগর, থানা হরিণটানা, এ/পি সাং-দারোগার ভিটা, থানা-বটিয়াঘাটা, জেলা-খুলনা; মোঃ বিল্লাল শেখ (৩৫), পিতা-মোঃ আনোয়ার শেখ, সাং-উত্তর কাশিপুর তেতুলতলা মোড়, থানা-খালিশপুর, মোঃ আল ইমরান সাদিক রাজু (২৫), পিতা-মোঃ মজিবর রহমান, সাং-নওয়াবেকী মোল্লাপাড়া, থানা-শ্যামনগর, জেলা-সাতক্ষীরা, এ/পি সাং-কবির বটতলা, থানা-দৌলতপুর, নুরুল ইসলাম তপু (২২), পিতা-মৃত: তোফাজ্জেল হোসেন, সাং-রেলওয়ে গার্ড কলোনী, থানা-খুলনা, এ/পি সাং-হোল্ডিং নং-৪০ সাউথ সেন্ট্রাল রোড, থানা-খুলনা এবং মোঃ আব্দুল হাই (৪২), পিতা-আঃ কুদ্দুস হাওলাদার, সাং-চক মথুরাবাদ, থানা-হরিণটানা, খুলনা মহানগরীদের’কে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।
উপরোক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট, ০৮ বোতল ফেন্সিডিল এবং ৩৫০ গ্রাম গাঁজা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে।
এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৫ টি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।
