নড়াইলে শারদীয় দুর্গোৎসব সুষ্ঠভাবে উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Uncategorized অন্যান্য

মোঃ রফিকুল ইসলাম (নড়াইল) ঃ নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ ভাবে উদযাপন উপলক্ষ্যে শনিবার ১৭ সেপ্টেম্বর, সকাল ১০ টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, নড়াইলের আয়োজনে কেন্দ্রীয় টাউন কালীবাড়ী মন্দিরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা প্রশাসক, নড়াইল। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোসা: সাদিরা খাতুন, পুলিশ সুপার, নড়াইল।

এ সময় সম্মানিত অতিথিবৃন্দ ও বক্তাগণ সকলকে পারস্পারিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে সরকারি সকল নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন করতে সকলের প্রতি আহবান জানান।

উক্ত সভায় আঞ্জমান আরা, মেয়র, নড়াইল পৌরসভা, এ্যাড. সুবাস চন্দ্র বোস, সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, নড়াইল জেলা শাখা ও প্রধান উপদেষ্টা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, নড়াইল, অশোক কুমার কুণ্ড, সভাপতি, পূজা উদযাপন কমিটি, নড়াইল, বাবুল সাহা, সহ-সভাপতি, পূজা উদযাপন কমিটি, নড়াইল, অসীম কুমার দাস, সাধারণ সম্পাদক, পৌর পূজা উদযাপন পরিষদ, নড়াইল সহ নড়াইল জেলা পূজা উদযাপন কমিটির সকল সভাপতি সেক্রেটারি সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *