সরিষাবাড়ীতে গণহত্যা দিবস পালিত

Uncategorized অন্যান্য

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে গণহত্যা দিবস পালিত হয়েছে।

রোববার(২৫ সেপ্টেম্বর) বারইপটল গণ হত‍্যা উদযাপন কমিটির আয়োজনে পিংনা ইউনিয়নের বারইপটল-ফুলদহেরপাড়া এলাকায় শহীদ বেদি প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের বেদিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এতে পিংনা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হুমায়ুন কোম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আশরাফ হোসেন হুমায়ুন বাঙ্গাল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর সাখাওয়াতুল আলম মুকুল।
অন‍্যান‍্যদের মধ‍্যে বক্তব্য রাখেন সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, বীর মুক্তিযোদ্ধা আমানুল্লাহ আমান, বীর মুক্তিযোদ্ধা হাসেন আলী প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন ১৯৭১সালে স্বাধীনতা যুদ্ধে ২৫ সেপ্টেম্বর দেশের কতিপয় দালাল-রাজাকার-আলবদরের ইন্ধনে পাকিস্থানী সেনারা বারইপটল-ফুলদহের পাড়া এলাকার ১০ জন মুক্তিযোদ্ধা ও ৪৬ জন সাধারণ মানুষকে নির্মমভাবে হত্যা করে এবং ৬০ জন সাধারণ মানুষকে আহত করে।

উক্ত আলোচনা সভায় বিভিন্ন এলাকা থেকে আগত মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের সদস্য সহ পিংনা ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *