নিজস্ব প্রতিনিধি ঃ বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, সাতক্ষীরা এর নিয়মিত মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে জেলার দেবহাটা উপজেলার পারুলিয়া বাজারে গোপন সংবাদের ভিত্তিতে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় চিংড়ি মাছে চিড়া ভেজানো পানি ও অন্যান্য অপদ্রব্য মিশিয়ে ওজন বাড়ানোর প্রমাণ পাওয়া যায়।
পরবর্তীতে দেবহাটা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার কে বিষয়টি জানানো হলে তিনি উপস্থিত হয়ে মোবাইল কোর্টের মাধ্যমে জড়িত দুইটি প্রতিষ্ঠানের মালিক কে ৭০,০০০ হাজার টাকা জরিমানা ও একজনের তিন দিনের জেল প্রদান করেন। জনস্বার্থে এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
