মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইল জেলা পরিষদ নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে নড়াইল জেলা পরিষদের ২নং ওয়ার্ড (নড়াইল সদর) সদস্য প্রার্থী খোকন সাহা ও ওবায়দুরকে কারন দর্শানোর নোটিস দিয়েছে জেলা রিটানিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। সোমবার সন্ধ্যার দিকে এ নোটিস দেয়া হয়।
কারণ দর্শানোর নোটিশে জানা যায়,নড়াইল জেলা পরিষদ সাধারণ নির্বাচন ২০২২ উপলক্ষ্যে অদ্য ২৬-০৯-২০২২ তারিখ সকাল ১১.০০ ঘটিকায় নিম্নস্বাক্ষর-কারীর সম্মেলন কক্ষে চেয়ারম্যান, সংরক্ষিত আসনের মহিলা সদস্য এবং সাধারণ ওয়ার্ডের সদস্য পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের অনুকূলে প্রতীক বরাদ্দের কার্যক্রম শান্তিপূর্ন পরিবেশে শুরু করা হয়। ১ নম্বর ও ২ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য পদে এবং ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের অনুকূলে প্রতীক বরাদ্দের শেষে ২ নম্বর সাধারণ ওয়ার্ডের সদস্য পদের প্রতীক বরাদ্দের সময় নড়াইল জেলা পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী খোকন কুমার সাহা,পিতা: বিনোদ কুমার সাহা,গ্রাম-আউড়িয়া,ডাকঘর-হাটবাড়িয়া-৭৫০০, নড়াইল সদর,এবং নড়াইল জেলা পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ ওবায়দুর রহমান,পিতা: লুৎফর রহমান,গ্রাম: ডাঙ্গা রামসিদ্ধি,ডাকঘর-বাঁশগ্রাম,নড়াইল সদর নড়াইল। প্রতীক বরাদ্দের স্থান জেলা প্রশাসক নড়াইল এর সম্মেলন কক্ষের মধ্যে হাতাহাতিতে লিপ্ত হন যা আচরণ বিধি লঙ্ঘনের শামিল। বর্ণিতাবস্থায়,উক্তরূপ আচরণের জন্য কেন আপনার বিরুদ্ধে আচরণ বিধি ভঙ্গের অভিযোগে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে না,তা আগামী ২৪ (চব্বিশ ঘণ্টার মধ্যে নিম্নস্বাক্ষরকারীকে লিখিতভাবে জানানোর জন্য নির্দেশ প্রদান করা হল।
