নড়াইলে জনগনের ভালোবাসা ও দোয়া আমার বড় শক্তি,জননেতা সৈয়দ ফয়জুল আমির লিটু

Uncategorized রাজনীতি

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলের জনগনের ভালোবাসা ও দোয়া আমার বড় শক্তি,জননেতা সৈয়দ ফয়জুল আমির লিটু সকলের দোয়া ও আশির্বাদ প্রত্যাশী। নড়াইল জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আজ (২৬ সেপ্টেম্বর) সকাল ১১ ঘটিকার সময় ডিসি অফিসের হল রুমে প্রতিক বরাদ্দ অনুষ্ঠানে চেয়ারম্যান পদে সরকারী দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচনে অংশগ্রহন করছেন,আনারস প্রতিকে নড়াইল জেলা আওয়ামী-লীগের সভাপতি এড.সুবাস চন্দ্র বোস এবং স্বতন্ত্রপ্রার্থী হয়ে মোটরসাইকেল প্রতিক নিয়ে প্রতিদন্দিতা করছেন,সৈয়দ ফয়জুল আমির লিটু।গর্বিত পিতার গর্বিত সন্তান সৈয়দ আশরাফ আলী’র কৃতি সন্তান,গরিবের বন্ধু অসহাদের কান্ডারী সৈয়দ ফয়জুল আমির লিটু,নোয়াগ্রাম ইউনিয়নের সাবেক তিন তিন বার নির্বাচিত চেয়ারম্যান,সাবেক সাংগঠনিক সম্পাদক লোহাগড়া উপজেলা আওয়ামী-লীগ,সাবেক সাধারন সম্পদক লোহাগড়া উপজেলা আওয়ামী-লীগ,সাবেক লোহাগড়া উপজেলা চেয়ারম্যান,সভাপতি লোহাগড়া পাইলট স্কুল,নোয়াগ্রাম ইউনিয়ন যুবলীগ,সাবেক সহ-সভাপতি মিরপুর সরকারি বাংলা কলেজ ছাত্রলীগ। জনগনের বন্ধু জননেতা সৈয়দ ফয়জুল আমির লিটু এ প্রতিবেদককে জানান,আমি পাঁচওয়াক্ত নামাজ পড়ি,আমি অন্যায়কে কোনদিন প্রশ্রায় দেইনি,সব সময় সত্য এবং উচিৎ কথা বলি,এজন্য কুচক্রীমহল,টাউট বাটপার,অন্যায়কারী’রা আমাকে দেখতে পারে না এবং আমার কাছে আসতেও পারে না। আমি বঙ্গবন্ধু’র আদর্শের একজন ক্ষুদ্র সৈনিক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপা’র দিকনির্দেশনায় পথ চলি এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপার হাতকে আরো শক্তিশালি ও দলকে গতিশিল করতে আমি সর্বদা পথচলি। এই সাদা মনের মানুষটি আরো জানান,জনগনের ভালোবাসা ও দোয়া আমার বড় শক্তি,জনগনের ভালোবাসায় তিন তিন বার নোয়াগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান হয়েছি,লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হয়েছি,এসবই জনগনের ভালোবাসায়।জনগনের ভালোবাসা ও দোয়া না থাকলে আমি এপর্যন্ত আসতে পারতাম না,জনগন ভালোবাসে তাই আমার এ পথচলা। জনগনের ভালোবাসা ও দোয়াই জেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটের মাধ্যমে বিজয়ী হয়ে নড়াইলের আইকন,তারুন্নের অহংকার,নড়াইল তথা দেশের গর্ব নড়াইল ২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা’র স্বপ্নকে বাস্তবায়ন করতে নড়াইল জেলা’র রাস্তাঘাট,স্কুল কলেজ,মাদ্রাসা, মসজিদ,মন্দিরসহ নড়াইল কে উন্নয়নের সেরা জেলা হিসাবে রুপান্তরীত কবরো ইনশাআল্লাহ্। জননেতা সৈয়দ ফয়জুল আমির লিটু সকলের ভালোবাসা,দোয়া ও আশির্বাদ প্রত্যাশী। এদিকে,জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়,নড়াইল জেলা পরিষদ নির্বাচনে ভোটার রয়েছেন ৫৫২ জন। ৪টি কেন্দ্রে ভোটার’রা ভোটাধিকার প্রয়োগ করবেন।এর মধ্যে সদরে ২টি এবং লোহাগড়া ও কালিয়া উপজেলায় একটি করে কেন্দ্র থাকবে। আগামি ১৭ অক্টোবর দেশের ৬১টি জেলা পরিষদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণ ১৭ অক্টোবর,সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। নির্বাচনে সংশ্লিষ্ট জেলা প্রশাসকগণ,রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা দায়িত্ব পালন করবেন,এবং সিনিয়র জেলা নির্বাচন অফিসার দায়ীত্ব পালন করবেন।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *