নিজস্ব প্রতিনিধি ঃ মঙ্গলবার ২৭সেপ্টেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, গাইবান্ধা সাদুল্লাপুর থানাধীন জাতীয় মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে যাত্রীবাহী বাস তল্লাশী করে।
উক্ত যাত্রীবাহী বাস তল্লাশী কালে মালিক বিহীন অবস্থায় ৫০ বোতল ফেনসিডিল সহ একটি ব্যাগ গাড়ির পিছনে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে, পরিদর্শক আবু নায়েম মোঃ কাজী নুরন্নবী সাদুল্লাপুর থানায় ১ টি সাধারণ ডায়রী দায়ের করেন ।
![](https://ajkerdesh.com/wp-content/uploads/2022/09/received_492673512438421.jpeg)