মামুন মোল্লা (খুলনা) ঃ শুক্রবার ৩০ সেপ্টেম্বর আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্নভাবে উদযাপনের লক্ষে খুলনা জেলার ৯টি থানায় পূজামন্ডপ সমূহে নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্তে অনুষ্ঠিত ব্রিফিং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত ব্রিফিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট অতিরিক্ত পুলিশ সুপার বৃন্দ; সার্কেলবৃন্দ এবং সকল থানার অফিসার ইন চার্জবৃন্দ।
শান্তিপূর্ণভাবে ও আনন্দমূখর পরিবেশে পূজা উদযান করার জন্য পুলিশ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন সহ যেকোনো পরিস্থিতি মোকাবেলায় খুলনা জেলা পুলিশ তৎপর রয়েছে। খুলনা জেলা পুলিশের পক্ষ থেকে সকলকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানানো হয়।
