মামুন মোল্লা (খুলনা) ঃ শুক্রবার ৩০ সেপ্টেম্বর, সকাল সাড়ে ৭ টার সময় লবণচরা থানার অফিসার ইনচার্জের নেতৃতে একটি টিম লবণচরা থানাধীন রূপসা ব্রীজ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযান পরিচালনা কালে রূপসা ব্রীজের পশ্চিম ঢালে উত্তর পাশে ইলিয়াস হোসেনের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী বশির আমেদ চৌধুরী @ সাগর (৩৫), পিতা-মৃতঃ আবু তাহের চৌধুরী, সাং-মানিকপুর, ৪নং ওয়ার্ড, ২নং উজিরপুর ইউনিয়ন খোরশেদ আলম চেয়ারম্যানের বাড়ীর পাশে, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা এবং মোঃ হায়দার মমিন চৌধুরী সৈকত (২০), পিতা-মৃতঃ আবদুল মমিন চৌধুরী, সাং-জগপুর, চৌধুরী বাড়ি, ৩নং ওয়ার্ড, ৬নং পূর্ব জোর কানন ইউনিয়ন, থানা-সদর দক্ষিণ, জেলা-কুমিল্লাদের ৮ (আট) কেজি গাঁজা সহ গ্রেফতার করা হয়েছে।
এ সংক্রান্তে লবণচরা থানার মামলা নং-১২, তারিখ-৩০/০৯/২০২২, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুযায়ী ২০১৮ সনের ৩৬ (১) সারণির ১৯ (খ) ধারায় মামলা রুজু করা হয়েছে।
