নিজস্ব প্রতিনিধি ঃ বৃহস্পতিবার ২৯ সেপ্টেম্বর ভেদরগঞ্জ থানায় আসন্ন দূর্গা পূজা উপলক্ষে আইন– শৃঙ্খলা সংক্রান্তে বিট পুলিশিং মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন মোঃ সাইফুল হক, পুলিশ সুপার,শরীয়তপুর।
এসময় উপস্থিত ছিলেন, আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) শরীয়তপুর, মোঃ মুশফিকুর রহমান, সহকারী পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল) শরীয়তপুর , মেয়র,উপজেলা চেয়ারম্যান সহ অন্যান্য চেয়ারম্যান গন, মেম্বারবৃন্দ,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও বিট পুলিশ কর্মকর্তা,পূজা উদযাপন পরিষদের সদস্য এবং সাংবাদিকগণ।
এ সভায় পুলিশ সুপার ভেদরগঞ্জ থানাধীন দূর্গা পূজার আইন-শৃঙ্খলা ব্যবস্থা এবং অপরাধ নিয়ন্ত্রণ সংক্রান্তে বক্তব্য দেন।
তিনি আরো বলেন আগামী ১৬ ডিসেম্বর শরীয়তপুর জেলাকে মাদক মুক্ত জেলা হিসেবে ঘোষণা করতে চাই।
