মায়ানমার সেনাবাহিনীর হাতে মাত্র ২২ শতাংশ অঞল নিয়ন্ত্রণ রয়েছে

Uncategorized আন্তর্জাতিক



কুটনৈতিক বিশ্লেষক ঃ মাত্র ২২ শতাংশ অঞলে নিয়ন্ত্রণ রয়েছে মায়ানমার সেনাবাহিনীর হাতে। মানবাধিকার, শান্তি, গণতন্ত্র, ন্যায়বিচার ও জবাবদিহি প্রতিষ্ঠায় মিয়ানমারের জনগণকে সহযোগিতায় কাজ করছে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের গ্রুপ স্পেশাল অ্যাডভাইজারি কাউন্সিল ফর মিয়ানমার বা এসএসি–এম। প্রকাশিত এসএসি–এমের বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের ৩৩০টি টাউনশিপের (বাংলাদেশের উপজেলার সমকক্ষ) মাত্র ৭২টি এখন সেনাবাহিনীর নিয়ন্ত্রণে। অর্থাৎ শতকরা হিসেবে সারা দেশের মাত্র ২২ শতাংশ এখন মিয়ানমার সেনাদের হাতে।

সাম্প্রতিক মাসগুলোতে মিয়ানমারের পরিস্থিতি যতটা অবনতিশীল হয়ে উঠেছে, তা হুটহাট হয়েছে এমনটা ভাবার কারণ নেই। কারণ, জাতিসংঘ, আইসিজির আন্তর্জাতিক বিশ্লেষকেরা গত বছরের দ্বিতীয়ার্ধ থেকেই মিয়ানমারের পরিস্থিতি যে খারাপের দিকে যাবে, সেই পূর্বাভাস দিয়েছিল।

কিন্তু ’৬২ বা ’৮৮ সালের সামরিক অভ্যুত্থানের মতো মিয়ানমারের সামরিক সরকার এবার বিক্ষোভকারীদের দমিয়ে রাখতে পারেনি। এবারের সামরিক শাসকবিরোধী বামার তরুণ–তরুণীদের জলপাই সরকারের বিরুদ্ধে বিদ্রোহ শহর থেকে ছড়িয়ে পড়েছে প্রত্যন্ত অঞ্চলগুলোতে। মিয়ানমারের সামরিক সরকারের বিরুদ্ধে এ আন্দোলনে যুক্ত হয়ে আঞ্চলিক স্বাধীনতাকামীরাও এগোচ্ছে নিজেদের লক্ষ্য অর্জনে। এবারের সামরিক শাসন বিরোধী আন্দোলন মারান্তকভাবে সশস্ত্র আন্দোলনে জড়িয়েছে। এর ফলে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে সে দেশের ক্ষমতাসীন সেনাশাসক।

(ছবিতে মায়ানমারের বিদ্রোহী গ্রুপের নিজস্ব ব্যবস্থাপনায় তৈরী বিভিন্ন ধরনের অস্ত্র। তথ্য সূত্র বিএমএ )


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *