সুমন হোসেন (যশোর) ঃ গত শুক্রবার ৭ অক্টোবর, ডিবি যশোরের এসআই (নিঃ) মোঃ সাদ্দাম হোসেন, এএসআই (নিঃ) মোঃ শফিউল ইসলাম ও ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম ঝিকরগাছা থানা এলাকায় অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযান পরিচালনা কালে যশোর ঝিকরগাছা থানাধীন বাঁকড়া বাজারস্থ বাঁকড়া টু মনিরামপুর গামী রোডস্থ বাঁকড়া ব্রিজের পশ্চিম পার্শ্বে মোঃ মেহেদী হাসান এর ২য় তলা নির্মানাধীন বিল্ডিং এর সামনে পাকা রাস্তার উপর হতে আসামী মোঃ সোহেল মিয়া (৩২), পিতা-মোঃ ইমদাদুল মিয়া, মাতা-মৃত বেলি খাতুন, সাং-ফকিরহাটখোলা, থানা-মোকসুদপুর, জেলা-গোপালগঞ্জ, বর্তমান সাং-রেলগেট মাঠপাড়া (শ্বশুর-চান গাজী’র বাড়ী), থানা-কোতয়ালী, জেলা-যশোর, এবং মোঃ নাজমুল ইসলাম (২৩), পিতা-মোঃ আমজেদ মোড়ল, মাতা-মোছাঃ রেবেকা খাতুন, সাং-মহেষপাড়া, থানা-ঝিকরগাছা, জেলা-যশোর দ্বয়কে ১৫০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন।
উদ্ধারকৃত আলামতের মূল্য অনুমান ৪৫,৫০০ টাকা। এ সংক্রান্তে এসআই(নিঃ) মোঃ সাদ্দাম হোসেন বাদী হয়ে ঝিকরগাছা থানায় এজাহার দায়ের করেন।
অপরদিকে একই দিনে ডিবি যশোরের এসআই (নিঃ) মোঃ রইচে আহমেদ, এএসআই (নিঃ) মোঃ আজাহারুল ইসলাম ও ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম চৌগাছা থানা এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযান পরিচালনা কালে চৌগাছা থানাধীন চৌগাছা বাজার টু যশোর গামী সড়কের জনৈক মোহন এর “নিউ সিংহঝুলি সাইকেল স্টোর”এর সামনে পাকা রাস্তার উপর হতে আসামী মোঃ তাইজেল খাঁ (৩৩), পিতা- মৃত নওয়াব আলী খাঁ, সাং- পাকশিয়া, থানা- শার্শা, জেলা- যশোর কে ২০ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার করেন।
উদ্ধারকৃত আলামতের মূল্য ৬০,০০০ টাকা এ সংক্রান্তে এসআই (নিঃ) মোঃ রইচ আহমেদ বাদী হয়ে চৌগাছা থানায় এজাহার দায়ের করেন।
