নিজস্ব প্রতিনিধি ঃ বুধবার ১২ অক্টোবর, ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মাহমুদুল হাসান কর্তৃক দৌলতখান উপজেলার মিয়ারহাটে নিত্যপণ্যের দোকান, ও ফার্মেসীতে তদারকিমূলক অভিযান পরিচালিত হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অপরাধে ৩ টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় জরিমানা আরোপ ও আদায় করা হয়।
বাজার তদারকি অভিযান পরিচালনা কালে বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।
জনস্বার্থে মাইকিং করে উপস্থিত ব্যবসায়ীদের সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে চিনি সয়াবিন তেল ও পণ্য বিক্রয়, মূল্যতালিকা প্রদর্শন, ক্রয়ভাউচার প্রদর্শন, দ্রব্যমূল্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধি থেকে বিরত জন্য অনুরোধ করা হয়।
জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে এটা একটা চলমান প্রক্রিয়া ।
