নিজস্ব প্রতিবেদক ঃ এলএনজি ও পেট্রোলিয়াম সরবরাহে বাংলাদেশকে সহযোগিতা করতে ব্রুনাই সম্মত হয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, আমরা নির্দিষ্ট কিছু কনটেইনার দেয়ার কথা বলেছি।
জ্বালানি মন্ত্রণালয়ের সহযোগিতা থাকলে আগামী মাসেই প্রথম কনটেইনার আমরা পেতে পারি। এ বিষয়ে তারা খুবই আগ্রহী। রবিবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ ও ব্রুনাইয়ের মধ্যে একটি চুক্তি ও তিনটি সমঝোতা স্মারক সই হয়।
শ্রম বাজার নিয়ে ব্রুনাইয়ের সাথে বাংলাদেশের পারস্পারিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন গণমাধ্যম কে ড. এ কে আব্দুল মোমেন।বাংলাদেশ থেকে দেশটির প্রযুক্তি খাত, নার্স, কেয়ারটেকার ও কৃষি খাতে জনবল পাঠানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়েছে। ব্রুনাইও এ বিষয়ে ইতিবাচক।
এছাড়াও দুই দেশের মধ্যে প্রতিরক্ষার বিষয়ে আলোচনা হয়েছে বলে গণমাধ্যম কে জানান পররাষ্ট্রমন্ত্রী।