নিজস্ব প্রতিবেদক ঃ বাংলাদেশ ওয়াটার মাল্টিস্টেকহোল্ডার পার্টনারশিপের আওতায় এটুআই, বিশ্বব্যাংকের ২০৩০ ওয়াটার রিসোর্সেস গ্রুপ, ঢাকা ওয়াসা, পরিবেশ অধিদপ্তর, ইউনিলিভার, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) ও বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এর সমন্বয়ে পরিবেশ অধিদপ্তরে ওয়াটার ইনোভেশন চ্যালেঞ্জ কম্পিটিশন ২০২১ এর ইন্ডাস্ট্রি ওয়াটার ফুটপ্রিন্ট সংক্রান্ত বুটক্যাম্প অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেব পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদ এবং বিশেষ অতিথি হিসেবে এটুআই-এর প্রকল্প পরিচালক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর উপস্থিত ছিলেন।
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক (প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা) সৈয়দা মাছুমা খানম, পরিচালক পরিবেশগত ছাড়পত্র মাসুদ ইকবাল মোঃ শামীম, বুটক্যাম্প এর মেন্টর ও টেকনিক্যাল এক্সপার্ট মশিউর রহমান খান, বিজিএমইএ-র হেড অব সাসটেইনবিলিটি মনোয়ার হোসেন, ডিবিএল গ্রুপের ম্যানেজার ইটিপি অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট মোঃ সাইদুর রহমান এবং এটুআই ইনোভেশন ফান্ড প্রধান নাঈম আশরাফী।