নিজস্ব প্রতিবেদক ঃ প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল/চরাঞ্চলের অসহায়, দুঃস্থ মানুষের সেবা করে আসছে। এরই ধারাবাহিকতায় বুধবার ১৯ অক্টোবর, বিসিজি বেইস অগ্রযাত্রা কর্তৃক পটুয়াখালীর সদর থানাধীন দূর্গাপুর গ্রামে ফ্রী-মেডিক্যাল ক্যাম্পিং অনুষ্ঠিত হয়।
উক্ত মেডিক্যাল ক্যাম্পিং-এ উপস্থিত ছিলেন ক্যাপ্টেন শাহজাহান সিরাজ, (জি), পিএসসি, বিএন, অধিনায়ক বিসিজি বেইস অগ্রযাত্রা, ডেপুটি চীফ কো-অর্ডিনেটর ক্যাপ্টেন মোহাম্মদ শহীদুল হক, (এইচ-১), পিএসসি, বিএন ও মেডিক্যাল অফিসার সার্জন লেঃ জান্নাতুল ফেরদৌস, এএমসি ও অন্যান্য কর্মকর্তাগণ।
উক্ত মেডিক্যাল ক্যাম্পিং-এ অসহায়, গরীব, দুঃস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করেন।