বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সে “টেকসই উন্নয়ন অভীষ্ট লক্ষ্য (SDG) ২০৩০” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Uncategorized অন্যান্য

নিজস্ব প্রতিবেদক ঃ বৃহস্পতিবার ২০ অক্টোবর, সকাল ১০ টায় পুলিশ হেডকোয়ার্টার্সের NCCOM ভবনের ১০ম তলার “Hall of Peace” সম্মেলন কক্ষে “টেকসই উন্নয়ন অভীষ্ট লক্ষ্য (SDG) ২০৩০” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত আইজিপি (এইচআরএম) ব্যারিস্টার মো: হারুন অর রশিদ, বিপিএম প্রধান অতিথি হিসেবে কর্মশালায় উপস্থিত ছিলেন। ঢাকাস্থ বিভিন্ন ইউনিটের কর্মকর্তাগণ সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন এবং ঢাকার বাহিরের ইউনিটের কর্মকর্তাগণ Zoom App মাধ্যমে সংযুক্ত ছিলেন।

“টেকসই উন্নয়ন অভীষ্ট লক্ষ্য (SDG) ২০৩০” এর ১৭ টি Goal এর যে সকল লক্ষ্য/সূচক বাংলাদেশ পুলিশ কর্তৃক বাস্তবায়নযোগ্য সেগুলো নির্ধারণ, বাস্তবায়ন, অগ্রগতি পর্যালোচনাসহ সুপারিশমালা প্রস্তুতের লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (পুলিশ কমিশনারের সাময়িক দায়িত্বে) মোঃ সায়ফুজ্জামান ফারুকী, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মোঃ আবু বকর সিদ্দীক, উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মোঃ আবু মারুফ হোসেন, উপ-পুলিশ কমিশনার (এস্টেট এন্ড ডেভেলপমেন্ট) মোঃ আবু সাইম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ মেনহাজুল আলম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারবৃন্দ, সহকারী পুলিশ কমিশনারবৃন্দ Zoom App এর মাধ্যমে সংযুক্ত থেকে উক্ত কর্মশালায় অংশগ্রহণ করেন।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *