নিজস্ব প্রতিবেদক ঃ শুক্রবার ২১ অক্টোবর,। র্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিন কেরাণীগঞ্জ থানাধীন হাসনাবাদ রকি টাওয়ার এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ৩,০০,০০০ (তিন লক্ষ) টাকা মূল্যের ১০ (দশ) কেজি গাঁজা সহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোহাম্মাদ হাসান ভুইয়া (৩৭) বলে জানা যায়। এসময় তার কাছ থেকে ১টি মোবাইল ফোন ও নগদ- ৩,০১৫ (তিন হাজার পনের) টাকা উদ্ধার করা হয়।
এছাড়াও গতকাল ২০ অক্টোবর ২০২২, র্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিন কেরাণীগঞ্জ থানাধীন হাসনাবাদ মাজার রোড এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে ১,০২১ (এক হাজার একুশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নাম মোঃ সালমান (৩৩) এবং মোঃ নাঈম (২০) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ১টি মোবাইল ফোন ও নগদ- ১,১৭৫ (এক হাজার একশত পঁচাত্তর) টাকা উদ্ধার করা হয়।