বেনাপোল (যশোর) প্রতিনিধি ঃ
যশোরের বেনাপোল স্থলবন্দরের ৩২ নাম্বার শেডে পণ্যগারের অফিস কক্ষে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে আমদানি পণ্য এবং কাগজ পত্র। তবে ঘটনা স্থলে দ্রুত ফায়ার সার্ভিস কর্মীদের দুটি ইউনিট আধা ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনার কারণে বড় ধরনের অগ্নিকান্ডের হাত থেকে রক্ষা পেয়েছে বন্দর।
গতকাল বৃহস্পতিবার রাতে বন্দরের ৩২ নাম্বার পণ্যগারে এ আগুনের ঘটনা ঘটে।
বন্দর কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানায়, রাতে হঠাৎ করে বন্দরের ৩২ নাম্বার কেমিকেল পণ্যগারের অফিস রুমে বিদ্যুৎ শট সার্কিট থেকে আগুন লাগে। পরে আগুনে অফিস রুম থেকে ছড়িয়ে পড়ে পন্যগারে।
তবে দ্রুত ঘটনাস্থলে ফায়ার সার্ভিস কর্মীরা উপস্থিত হওয়ায় বড় ধরনের ক্ষতি থেকে বেঁচে যায় মালামাল। এদিকে অসতর্কতার কারনে বার বার বন্দরে আগুনের ঘটনা ঘটছে বলে সচেতন মহলের দাবি।