নিজস্ব প্রতিবেদক ঃ দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ৩ দিন ব্যাপী প্রসিকিউশন ব্যবস্থাপনা সংক্রান্ত বিশেষ প্রশিক্ষণ রবিবার ২৩ অক্টোবর কমিশনের প্রধান কার্যালয়ে শুরু হয়েছে।
কমিশন কর্তৃক দায়েরকৃত মামলাসমূহ যথাযথভাবে পরিচালনার ক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তা, প্রসিকিউশন ইউনিট, পাবলিক প্রসিকিউটর ও অন্যান্য অংশীজনের কার্যপদ্ধতি পর্যালোচনা, কাজের সমন্বয় ও অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
৩ টি ব্যাচে প্রধান কার্যালয় এবং সারাদেশের বিভাগীয় ও জেলা কার্যালয়ের উপ-পরিচালক, সহকারী পরিচালক, উপ-সহকারী পরিচালক ও কোর্ট পরিদর্শক পর্যায়ের মোট ৯০ জন কর্মকর্তা এই প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন।
প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ।
উপস্থিত ছিলেন কমিশন সচিব মোঃ মাহবুব হোসেন ও কমিশনের মহাপরিচালক (প্রশিক্ষণ ও আইসিটি) সৈয়দ ইকবাল হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান বলেন, কমিশনের কর্মকর্তাগণ দক্ষতার সাথে নানামুখী তদন্ত কার্যক্রম পরিচালনা করেন। প্রশিক্ষণকালে সংশ্লিষ্ট সকলের মধ্যকার আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে কর্মকর্তাগণ নিজেদের সীমাবদ্ধতা উপলব্ধি করতে পারবেন এবং তা উত্তরণের মাধ্যমে নিজেদের সক্ষমতা বৃদ্ধি করতে পারবেন।