মামুন মোল্লা (খুলনা) ঃ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর খুলনা ব্যাটালিয়ন কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে ৭৩,৪০,৪১৪ (তিয়াত্তর লক্ষ চল্লিশ হাজার চারশত চৌদ্দ) টাকা মূল্যের ১.০৫১ কেজি ওজনের ৯ পিস স্বর্ণের বার সহ ১ জন মোটরসাইকেল আরোহী আটক হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।
জানা গেছে, শনিবার ২৯ অক্টোবর, বিএসবি’র তথ্যের ভিত্তিতে বিজিবি’র খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) জানতে পারে যে, অত্র ব্যাটালিয়নের অধীনস্থ যশোর জেলার শার্শা উপজেলার গোগা সীমান্ত দিয়ে অবৈধভাবে স্বর্ণের একটি চালান বাংলাদেশ হতে ভারতে পাচার হতে পারে।
উক্ত তথ্যের ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তানভীর রহমান, পিএসসি, ইঞ্জিনিয়ার্স -এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে মেজর মোঃ ফরিদ আহমেদের নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল যশোরের গোগা সীমান্তের সীমান্ত পিলার ১৭/৭ এস এর ৩৮ আর পিলার হতে আনুমানিক ৫০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে যশোর জেলার শার্শা থানাধীন গোগা বিওপি’র আওতাধীন গাজীপাড়া গ্রামস্থ দক্ষিন গাজীপাড়া নতুন মসজিদের সামনে পাকা রাস্তার উপর তল্লাশি অভিযান পরিচালনা করে।
উক্ত তল্লাশি অভিযান পরিচালনাকালে বিজিবি টহলদল মোঃ কাউছার আলী (৫৫), পিতা- মৃত আব্দুল কাদের, গ্রাম- দাদখালী, ডাকঘর- পাঁচকায়বা, থানা-শার্শা, জেলা-যশোর নামক একজন মোটরসাইকেল আরোহীকে সন্দেহজনকভাবে থামায় এবং মোটরসাইকেলে তল্লাশি চালায়।
এসময় বিজিবি টহলদল মোটরসাইকেলের বামপার্শ্বের এয়ার ফিল্টারের মধ্যে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ১.০৫১ কেজি ওজনের ৯টি স্বর্ণের বার উদ্ধার করতে সক্ষম হয়। জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৭৩,৪০,৪১৪ (তিয়াত্তর লক্ষ চল্লিশ হাজার চারশত চৌদ্দ) টাকা।
আটককৃত ব্যক্তি স্বর্ণের বারগুলো যশোর জেলার বাগআচড়া নামক স্থান হতে অজ্ঞাতনামা জনৈক এক ব্যক্তির নিকট থেকে সংগ্রহ করে যশোরের গোগা সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচার করতে চেয়েছিল বলে জানা যায়।
