কেএমপি’তে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত

Uncategorized অন্যান্য


মামুন মোল্লা (খুলনা) ঃ সোমবার ৩১ অক্টোবর, দুপুর সাড়ে ৩ টায় মৎস্য অধিদপ্তর, খুলনার উদ্যোগে ২০২২-২০২৩ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় খুলনা সিটি কর্পোরেশনের বিভিন্ন প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচীর আওতায় খুলনা মেট্রোপলিটন পুলিশের বয়রাস্থ পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি’র পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ-সময় আরো উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম, বিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মোঃ সাজিদ হোসেন; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল) মোছাঃ তাসলিমা খাতুন, ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ আনোয়ার হোসেন; ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) মনিরা সুলতানা; অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (সোয়াট) মোঃ মারুফাত হুসাইন এবং অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (ফোর্স) শেখ ইমরান এবং খুলনা জেলা মৎস্য কর্মকর্তা জনাব জয়দেব পাল-সহ বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *