নিজস্ব প্রতিবেদক ঃ বাংলাদেশ কাউন্টার আইইডি ডিভাইস এর প্রশিক্ষণ সরন্জাম তৈরী করলো। সেনাবাহিনী প্রধান বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ হতে জাতিসংঘের সামরিক উপদেষ্টাকে Counter Improvised Explosive Device (CIED) এর প্রশিক্ষণ সরঞ্জামাদি উপহার হিসেবে প্রদান করেন। জাতিসংঘের অনুরোধে বাংলাদেশ সেনাবাহিনী এই প্রশিক্ষণ সরঞ্জাম তৈরীর প্রকল্প গ্রহণ করে এবং ইতোমধ্যে দুটি মিশনে এই সামগ্রীর ব্যবহার প্রচলন করে। জাতিসংঘ সদর দপ্তরের সামরিক উপদেষ্টা এই প্রকল্পের ভূয়সী প্রশংসা করেন এবং প্রি-ডেপ্লয়মেন্ট ট্রেনিং এ এই সরঞ্জাম ব্যবহারের জন্য অন্যান্য দেশকে উদ্বুদ্ধ করেন।
উল্লেখ্য বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় আন্তর্জাতিক শান্তিরক্ষা অপারেশনের প্রশিক্ষণ সম্পর্কিত আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব পিসকিপিং ট্রেনিং সেন্টার (আইএপিটিসি) এর ২৬তম বার্ষিক সম্মেলন এর সমাপনী অনুষ্ঠান বৃহস্পতিবার বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট), রাজেন্দ্রপুর সেনানিবাসে অনুষ্ঠিত হয়। ( সুত্র ঃ বিএমএ)
