স্কয়াড্রন লিডার সাদরুল আহমেদ খান (অব) ঃ শুক্রবার ৪ নভেম্বর, জাতীয় সংবিধান দিবস। বাংলাদেশের সংবিধান পৃথিবীর সুলিখিত সংবিধানগুলোর মধ্যে অন্যতম। ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান গণপরিষদে গৃহীত হয়। বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে দীর্ঘ ২৩ বছরের রাজনৈতিক সংগ্রাম ও ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জন করি আমরা। এর মাত্র ১১ মাসের মধ্যে এদিন (৪ নভেম্বর) গৃহীত হয়েছিল বাঙালি জাতির অধিকারের দলিল, বহুল আকাঙ্ক্ষিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। বতর্মানে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেই সংবিধান কে সমুন্নত রাখতে আর বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে দিনরাত কাজ করে যাচ্ছেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
