গণভবনে যুবলীগের কাকে ডাকবেন এটা প্রধানমন্ত্রীর বিষয়

এইমাত্র জাতীয় রাজধানী রাজনীতি

নিজস্ব প্রতিনিধি : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি গণভবনে যুবলীগের কাকে ডাকবেন এটা তার বিষয় বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার (১৮ অক্টোবর) সকালে রাজধানীর বনানী কবরস্থানে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


বিজ্ঞাপন

আগামী রোববার গণভবনে যুবলীগের সাধারণ সম্পাদক, প্রেসিডিয়াম সদস্য ও সাংগঠনিক সম্পাদকদের ডাকা হলেও সেখানে ডাক পাননি যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। এ প্রসঙ্গে ওবায়দুল কাদের জানান, এটা প্রধানমন্ত্রীর এখতিয়ার। এছাড়া বিএনপির রাজনীতি নিয়ে কথা বলেন তিনি। কাদের বলেন, অভিযোগ ছাড়া বিএনপির কোনো পুঁজি নেই, তারা ইস্যু খোঁজার চেষ্টা করছে।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী যুবলীগের নেতাদের ডেকেছেন। সেখানে তিনি কাকে ডেকেছেন, কাকে ডাকেননি সেটা আমার বিষয় না। গণভবন থেকে যাদের বলা হয়েছে, তারাই আসবেন।

তিনি আরও বলেন, অভিযোগ নামক রোগ বিএনপিকে পেয়ে বসেছে। বিএনপি কথায় কথায় অভিযোগ করে, নালিশ করে, তাদের আর কিছু করার নেই। কাজেই আমরা চাই তারা ইতিবাচক রাজনীতির ধারায় ফিরে আসুক।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *