নিজস্ব প্রতিবেদক ঃ রবিবার ২০ নভেম্বর, সকাল ১১ টার সময় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সম্মেলন কক্ষে পাইকারি ও খুচরা ফল ব্যবসায়ীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভার সভাপতিত্ব করেন অধিদপ্তরের মহাপরিচালক এ. এইচ. এম. সফিকুজ্জামান।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার সহ প্রধান কার্যালয়, ঢাকা বিভাগীয় কার্যালয় ও ঢাকা জেলা কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ, ফল ব্যবসায়ী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ।