রংপুর মেট্রোপলিটন পুলিশের মাসিক সভা অনুষ্ঠিত

Uncategorized অন্যান্য


নিজস্ব প্রতিনিধি ঃ বৃহস্পতিবার ৮ ডিসেম্বর, ১০ টায় রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে রংপুর মেট্রোপলিটন পুলিশের নভেম্বর/২০২২ মাসের সম্পাদিত কার্যাবলীর উপর মাসিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার নুরেআলম মিনা বিপিএম (বার), পিপিএম।

উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশ এর অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) উত্তম কুমার পাল পিপিএম; উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি/সদরদপ্তর ও প্রশাসন অতিরিক্ত দায়িত্বে) মোঃ আবু বকর সিদ্দীক, উপ-পুলিশ কমিশনার (ডিবি) কাজী মুত্তাকী ইবনু মিনান; উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মোঃ আবু মারুফ হোসেন; উপ-পুলিশ কমিশনার (ইএন্ডডি) মোঃ আবু সাইম; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ মেনহাজুল আলম, পুলিশ সুপার, পিবিআই, রংপুর জনাব আবুল বসার মোহাম্মদ জাকির হোসেন; অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারবৃন্দ, সহকারী পুলিশ কমিশনারবৃন্দ, সকল থানার অফিসার ইনর্চাজগণ; সিআইডি, রংপুরের প্রতিনিধিসহ রংপুর মেট্রোপলিটন পুলিশ এর বিভিন্ন পর্যায়ের অফিসারবৃন্দ। সভার শুরুতেই পুলিশ কমিশনার উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে সভার কাজ শুরু করেন।

এরপর নভেম্বর ২০২২ মাসে রংপুর মহানগরী এলাকায় সংঘটিত বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড এবং এ সংক্রান্তে রংপুর মেট্রোপলিটন পুলিশের গৃহীত পদক্ষেপসমূহ পর্যালোচনার নিমিত্তে রংপুর মেট্রোপলিটন পুলিশ এর সকল বিভাগের কার্যক্রমসমূহ উপস্থাপন করার আহবান জানান।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ) উৎপল কুমার রায় গত নভেম্বর ২০২২ মাসে মহানগরীর আইন-শৃঙ্খলা রক্ষা ও নাগরিক সেবা প্রদানে সকল বিভাগের গৃহীত কার্যক্রম, সফলতা ও ব্যর্থতার পরিসংখ্যান উপস্থাপন করেন।

এ প্রেক্ষিতে কমিশনার মহানগরীতে সংঘটিত চুরি, ছিনতাই সহ বিভিন্ন অপরাধের বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ, মুলতবি মামলাসমূহের দ্রুত নিষ্পত্তি, মুলতবি জিআর/সিআর/সাজা ওয়ারেন্টসমুহ নিষ্পত্তির হার বাড়িয়ে সঙ্গতিপূর্ণ অবস্থায় নিয়ে আসা সহ বিবিধ বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।

এছাড়া আসন্ন রংপুর সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ, পেশাদারিত্ব বজায় রেখে নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সিটিএসবি, অপরাধ বিভাগ, গোয়েন্দা বিভাগ ও ট্রাফিক বিভাগসহ সংশ্লিষ্ট সকলকে কঠোর নির্দেশনা প্রদান করেন।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *