মামুন মোল্লা (খুলনা) ঃ খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ১ কেজি ২০০ গ্রাম গাঁজা এবং ১১ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৬ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।
জানা গেছে, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশ মাদক বিরোধী বিশেষ এক অভিযান পরিচালনা করে। উক্ত মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা কালে মাদক ব্যবসায়ী মোঃ জলিল (৪৩), পিতা-মৃত: সুরত আলী, সাং-টেংনাহাজার দুলহারী, থানা-বিরল, জেলা-দিনাজপুর, এ/পি সাং-উত্তর কাশিপুর, থানা-খালিশপুর, মোঃ ফয়সাল হোসেন (২৪), পিতা মৃত: সেকেন্দার আলী বিশ্বাস, সাং-আমবাড়ী, থানা-মাদারীপুর সদর, জেলা-মাদারীপুর, মোঃ তরিকুল ইসলাম (৪২), পিতা-মৃত: এ.কে মহিউদ্দিন, সাং-ঘোলা কৈয়াবাজার, থানা-হরিণটানা, মোঃ রিজাউল ইসলাম (৪৫), পিতা-আঃ খালেক শেখ, সাং-১৪/১ পশ্চিম বানিয়াখামার, থানা-সোনাডাঙ্গা মডেল, এ/পি সাং-ঘোলা কৈয়াবাজার, থানা-হরিণটানা, মোঃ হারুন সরদার (৪০), পিতা-মৃত: জবেদ আলী সরদার, সাং-ঘোলা কৈয়া বাজার, থানা-হরিণটানা, এ/পি সাং-কুলুটি সুইস গেইট, থানা-ডুমুরিয়া এবং মোঃ আলী হোসেন বাবু (২৪), পিতা-মৃত: সিরাজুল গাজী, সাং-চাদনীমুখা গাবুরা, থানা-শ্যামনগর, খুলনা মহানগরীদের’কে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।
উপরোক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ১ কেজি ২০০ গ্রাম গাঁজা এবং ১১ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে।
এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৩ টি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।
