নিজস্ব প্রতিনিধি ঃ গতকাল শুক্রবার ৯ ডিসেম্বর, পুলিশ লাইন্স, রংপুর মাঠে রংপুর রেঞ্জ আন্তঃ জেলা ক্রিকেট টুর্নামেন্ট-২০২২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত ফাইনাল খেলায় নীলফামারী জেলা পুলিশ দল কুড়িগ্রাম জেলা পুলিশ দলের মোকাবেলা করে।
নীলফামারী জেলা পুলিশ দল টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং নির্ধারিত ১৫ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১২২ রান করতে সক্ষম হয়।
জবাবে জেলা পুলিশ কুড়িগ্রাম দল নির্ধারিত ১৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৫ রান সংগ্রহ করে। জেলা পুলিশ, নীলফামারী দল ৭ রানে জয়লাভ করে রংপুর রেঞ্জ আন্তঃ জেলা ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে চ্যাম্পিয়ান ট্রফি তুলে দেন মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম, ডিআইজি, রংপুর রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রংপুর।
