নৌবাহিনীর যুদ্ধজাহাজ বিএনএস দুর্জয় ২৫০মিঃমি এর এন্টি সাবমেরিন রকেট ফায়ারিংয়ে সক্ষম

Uncategorized জাতীয়



নিজস্ব প্রতিনিধি ঃ বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বিএনএস দুর্জয় থেকে ২৫০মিঃমি এর এন্টি সাবমেরিন রকেট ফায়ারিং। চীনের তৈরী এই যুদ্ধজাহাজ এন্টিসাবমেরিন ওয়ারফেয়ার ছাড়াও এন্টি সার্ফেস ওয়ারফেয়ারের জন্যে রয়েছে C-704 এন্টিশিপ মিসাইল।

পরবর্তী বাংলাদেশ নৌবাহিনী চীনের প্রযুক্তিগত সহায়তা নিয়ে খুলনা শিপইয়ার্ডে বিএনএস নিশান এবং বিএনএস দূর্গম নামে দুটি যুদ্ধজাহাজ দেশে তৈরী করেছে।
দেশে তৈরী জাহাজ দুটি ডেডিকেটেড এন্টিসাবমেরিন ওয়ারফেয়ারের সক্ষমতা দেওয়া হয়েছে।
এজন্যে এতে এন্টি সাব রকেট ছাড়াও রয়েছে ET-52C টর্পেডো ফায়ারের সক্ষমতা। (তথ্য সূত্র ঃ বিএমএ)


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *