সিলেট নিষ্পত্তিকৃত ৫৮টি মামলার আলামত এবং নমুনা সংরক্ষণ করে ৩০টি বিচারাধীন মামলার আলামত চত্বরে ধ্বংস

Uncategorized আইন ও আদালত


নিজস্ব প্রতিনিধি ঃ সিলেট চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেসীর আওতাধীন বিভিন্ন বিচারিক আদালতে বিচারান্তে নিষ্পত্তিকৃত ৫৮টি মামলার আলামত এবং নমুনা সংরক্ষণ করে ৩০টি বিচারাধীন মামলার আলামত গতকাল শনিবার ১০ ডিসেম্বর বিকাল সাড়ে ৩ টার সময় ডিসি অফিস চত্বরে অবস্থিত পরিত্যক্ত বিল্ডিং এর উত্তর পাশে মোঃ সুমন ভূইয়া, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট,২য় আদালত,সিলেট এর উপস্থিতিতে ঢেলে,ভেঙ্গে ও পুড়িয়ে ধ্বংস করা হয়।

যাতে মাদকদ্রব্য চোলাই মদ ১৬১০.২৫ লিটার, গাঁজা ২৯.২৯ কেজি ৪১৪ পুরিয়া, ফেনসিডিল ৪৩১ বোতল, বিদেশী মদ ৩৯ বোতল,ইয়াবা ট্যাবলেট ৩৮৬৫ পিস,বিয়ার ২ বোতল, হেরোইন ৭ পুরিয়া ধ্বংস করা হয়।

কোর্ট পুলিশ পরিদর্শক মোঃ মারফত আলী,সিএসআই মোঃ আইয়ুব আলী, এএসআই মোঃ ওসমান, কনস্টেবল পিযুষ রঞ্জন বিশ্বাস, কনস্টেবল আশুক আলী,কনস্টেবল রাসেল মিয়া ধ্বংসের কার্যক্রমে সহায়তা করেন।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *