আফগানিস্তানে নারীর উচ্চ শিক্ষার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে সরকার

Uncategorized আন্তর্জাতিক



কুটনৈতিক প্রতিবেদক ঃ ইসলামিক আমিরেটাস অব আফগানিস্তানে নারীর উচ্চ শিক্ষার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে।
প্রাথমিক,মাধ্যমিক,উচ্চ মাধ্যমিক,বিদ্যালয়, মেডিকেল সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে নারী উপস্থিতি ১০০% নিষিদ্ধ করেছে আফগানিস্তানের প্রশাসন এবং সরকার।
এর আগে ক্ষমতা গ্রহনকালে নারী শিক্ষার কথা জানালেও এখন তা ফিকে হয়ে আসছে।ইতিমধ্যে নারীদের আফগানিস্তান ছেড়ে পাকিস্তান পালিয়ে যাবার প্রবনতা বাড়ছে।

উল্লেখ্য,মাস দুয়েক আগেই আফগান নারীদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নেয়া হয়। তবে চান্স পাওয়া অনেককেই সরকারী এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে আর ভর্তি হওয়ার স্বপ্ন পূরণ হচ্ছেনা। এক ডিক্রীর মাধ্যমে নতুন ভর্তি নিষিদ্ধ এবং পূর্বে শিক্ষা নেয়া সব নারীকেই বিশ্ববিদ্যালয় হতে বহিস্কার করা হয়।

একই সাথে নিয়ম না মানলে ”গু-লি করবার” হুমকী প্রদান করা হচ্ছে। এ ঘটনায় বিশ্বব্যাপী সমালোচনা হলেও তা গা করছেনা আফগান প্রশাসন।

বিশ্বখ্যাত কিছু সাংবাদিক আফগানিস্তানের নতুন সরকার নারীদের শিক্ষা দেয়ার সরকারী প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন করলে সূরা সদস্যরা জানান,”আমরা কি বলেছি তা মনে নেই,তবে এখন যা বলেছি তা মনে রাখুন।’ (তথ্য সূত্র ঃ ডিফেন্স রিসার্চ ফোরাম)


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *