নিজস্ব প্রতিনিধি ঃ কক্সবাজার টেকনাফের বাহারছড়া ইউনিয়নের জাহাজপুড়া এলাকায় খালে মাছ শিকার করতে গিয়ে কলেজ ছাত্র সহ ৮ জন স্থানীয় বাঙালি অপহরণের শিকার হয়েছেন। অপহরণের ৪ দিন পেরিয়ে গেলেও এখনো কাউকে উদ্ধার করতে পারেনি পুলিশ।
তবে তাদের উদ্ধারে উপজেলার সব পাহাড় ঘিরে রেখেছে পুলিশ ও জনতা।প্রায় শতাধিক পুলিশ, গোয়েন্দা সদস্য ও ২০০ শতাধিক স্থানীয় জনসাধারণসহ কয়েকটি টিমে বিভক্ত হয়ে সন্ত্রাসীদের আস্তানা হ্নীলার মরিচ্যাঘোনা, পানখালী, হোয়াইক্যং, উনচিপ্রাং, রোহিঙ্গা ক্যাম্পের শালবাগান, লেদার নুরালীপাড়া, মিনাবাজার, বাহারছড়ার জাহাজ পুড়া সহ সব পাহাড় ঘিরে ফেলে। পাশাপাশি ওই সন্ত্রাসীদের আস্তানায় খাদ্য, পানিসহ বিভিন্ন দ্রব্যাদি সরবরাহকারীদের শনাক্তেও কাজ করছে বলে জানিয়েছেন পুলিশ।
এদিকে ৪ চার দিন পার হয়ে গেলেও পারিবারের ছেলে সন্তান ও আপনজনেরা বাড়ি ফিরে না আসা বা কোনো হদিস না পাওয়ায় উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন অপহরণ কৃতদের স্বজনেরা। আকাশ বাতাস ভারি করে অশ্রুসিক্ত কণ্ঠে মহান স্রষ্টার কাছে দিন-রাত প্রার্থনা করছেন, কখন তারা ফিরে আসবেন। (তথ্য সুত্র ঃ ডিফেন্স রিসার্চ ফোরাম)
