কমিউনিটি পুলিশিং ডের বর্ণাঢ্য র‌্যালী

আইন ও আদালত এইমাত্র জাতীয় সারাদেশ

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের নেছারাবাদে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালীর আয়োজন করে বাংলাদেশ পুলিশ, নেছারাবাদ (স্বরূপকাঠী) থানা শাখা। ২৬ শে অক্টেবর শনিবার সকাল দশটায় র‌্যালীটি বের করা হয়। নেছারাবাদ থানা প্রঙ্গন থেকে র‌্যালীটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্ব পূর্ন স্থান ঘুরে উপজেলা চত্তরে এসে সমবেত হয় এসময় মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, জঙ্গি-সন্ত্রাসসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এ সময় র‌্যালীতে উপস্তিত ছিলেন, নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন (বাবু) নেছারাবাদ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান, নেছারাবাদ উপজেলা ভাইস চেয়ারম্যাান রনী দত্ত জয়, সহকারি পুলিশ সুপার নেছারাবাদ ও কাউখালি সার্কেল মোঃ রিয়াজ হোসেন পিপিএম, নেছারাবাদ উপজেলা অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান, শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ আব্দুস সালাম, প্রভাষক আব্দুল হালিমসহ আরো অনেক গণ্যমান্য ব্যাত্তিবর্গ। এছাড়া স্বরূপকাঠী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় এবং শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের ছাত্রছাত্রীরা অংশ্রগ্রহন করে।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *