মামুন মোল্লা (খুলনা) ঃ সোমবার ২৬ ডিসেম্বর, সকাল ১২টা ৫ মিনিটের সময় খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি’র খুলনা থানা পুলিশ কর্তৃক মহানগরীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে হারিয়ে যাওয়া ২৩ টি মোবাইল ফোন উদ্ধারপূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি’র খুলনা সদর থানা এলাকায় বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ২৩ টি মোবাইল ফোন তথ্য প্রযুক্তির সহায়তায় জিডিমূলে উদ্ধারকরতঃ প্রকৃত মালিকদের নিকট ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম হস্তান্তর করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি’র সহকারি পুলিশ কমিশনার (খুলনা জোন) এস.এম বায়জীদ ইবনে আকবর এবং খুলনা সদর থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান আল-মামুন-সহ অন্যান্য অফিসারবৃন্দ।
